অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আইপিএল নিলামে রাজস্থান রয়েলস তাকে এক কোটি রুপি দিয়ে ভিড়িয়েছে তাদের দলে।
স্পোর্টস II আলামিন সিকদার ইরাজ:
শুরুতে মুস্তাফিজের ভিত্তি মূল্য ছিল ১কোটি রুপি। এই দামে রাজস্থান রয়েলস তাকে কিনে নেয়। উল্লেখ্য যে, এর আগে ২০১৬ সালে মোস্তাফিজুর রহমান সানরাইস হায়দ্রাবাদের হয়ে আইপিএল কাঁপিয়েছিলেন।
তার অসাধারণ পারফরম্যান্সে সেই মৌসুমে, তিনি আইপিএলে প্রথমবারে সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে পুরস্কার লাভ করেন।
পরপর দুই মৌসুম মোস্তাফিজুর রহমান হায়দারাবাদে ছিলেন। ২মৌসুম শেষ করে পরবর্তীতে তিনি আইপিএলের আরেকদল মুম্বাই ইন্ডিয়ান্স এ যোগ দেন ২০১৮ তে।
সর্বশেষ ২০২০ এর আইপিএল এ অবিক্রিত অবস্থায় ছিলেন মুস্তাফিজুর রহমান।