কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর দীর্ঘ ১০ মাস কারাগারে থাকার পর অবশেষে আজ মুক্তি পেয়েছেন।এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘ ১০ মাস কারাগারে ছিলেন তিনি।
বাংলাদেশ II আলামিন সিকদার ইরাজ, বার্তা কক্ষ:
দীর্ঘ ১০মাসে বেশ কয়েকবার জামিনের জন্য আবেদন করে জামিন পাননি কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর।
আজ দুপুরে কাশিমপুর কারাগার থেকে কিশোরকে মুক্তি দেয়া হয়। পরবর্তীতে তিনি গাড়িতে করে কারাগার এলাকা ত্যাগ করেন এ সময় সাংবাদিক কারো সাথে কথা বলেননি।
তার ব্যাপারে জেল সুপার জানান, সকাল বেলা ১১টার দিকে তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই শেষ করে তাকে মুক্তি দেয়া হয়।
এর আগের দিন বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জামিন দেন।
উল্লেখ্য যে , গত বছর মে মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে লেখক মোস্তাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর সহ মোট ১১ জনকে গ্রেফতার করে র্যাব।
পরবর্তীতে রাষ্ট্রের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা এর কারণে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়। সবশেষ লেখক মুশতাক আহমেদ কারাগারের মধ্যে কয়েকদিন আগে মৃত্যুবরণ করে।