বাংলা সিনেমা জগতের বিখ্যাত অভিনেত্রী সারাহ বেগম কবরী আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১২টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শিল্প ও বিনোদন II অনলাইন ডেস্ক:
গত ৫ এপ্রিল অভিনেত্রী কবরীর করোনাভাইরাস পজেটিভ আসলে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৭ এপ্রিল রাতে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরেরদিন ৮ এপ্রিল তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে নিয়ে যাওয়া হয়। তখন থেকেই শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কবরী।
অবশেষে বৃহস্পতিবার কবরীকে লাইফ সাপোর্টে নেওয়া হয় কিন্তু তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। অক্সিজেন লেভেল ওঠানামা করছিল। ফুসফুসের অবস্থাও ভাল ছিল না।
সরকারি অনুদানে ‘এই তুমি সেই তুমি’ নামক সিনেমাটি পরিচালনা করছিলেন কবরী। কেবল ছবিটির শুটিং শেষ হয়ে সম্পাদনার কাজ চলছে।
সুভাস দত্ত পরিচালিত ‘সুতরাং’ ছবির (১৯৬৪ সালে) মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ ঘটে কবরীর নাম লেখান কবরী। এরপর একে একে বহু কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন সারাহ বেগম কবরী।