আর্লি-স্টার ডেস্ক:
বিগত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা হলো ৬ হাজার ১৯৪ জন। করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন আরও ১ হাজার ৮৩৭ জনের মধ্যে। এ নর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৩৩৩ জন। আজ সুস্থ্য হয়েছেন ১ হাজার ৬৯৩ জন। এ নিয়ে মোট সুস্থ্য হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৫৪২ জন।
আজ বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, সারা বিশ্বে মহামারি করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৪৩ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ ১৮ হাজার।