আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে এক হামলায় ইতালির নিযুক্ত রাষ্ট্রদূত লুকা আত্তানাসিও নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় তার সাথে থাকা গাড়িচালক ও একজন ইতালিয়ান মিলিটারি পুলিশ সদস্য নিহত হয়েছেন।
তবে এ হামলার তাৎক্ষণিকভাবে কোনো কারণ জানানো যায়নি। এছাড়া কঙ্গো প্রজাতন্ত্র কোন নির্দিষ্ট গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।
তিনি ২০১৭সাল থেকে কঙ্গোতে একটা মিশনের প্রধান হিসেবে দায়িত্ব প্রাপ্ত হন পরবর্তীতে ২০১৯ সালে তাঁকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা যায় যে , যে এলাকাতে হামলা হয়েছে সেখানে একটি সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় রয়েছে। অন্যদিকে ইতালীর পররাষ্ট্রমন্ত্রী ডি মাইও এই হামলায় তার পরিবারের প্রতি শোক জানিয়েছেন। এছাড়া হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনের আওতায় আনার জন্য সব ধরনের চেষ্টা করবে।
লুকা আত্তানাসিও কঙ্গোয় নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের গাড়ি বহরের সাথে ভ্রমণ করেছিলেন।
২০২১-০২-২২