প্রিয় সুহৃদ,
ইতালি থেকে সকল বাংলা ভাষাভাষীদের জন্য প্রকাশিত আন্তর্জাতিক বাংলা সংবাদপত্র early-star.com এর শিল্প ও সাহিত্য বিভাগ আয়োজন করতে যাচ্ছে একটি বিনোদনমূলক লাইভ অনুষ্ঠানের।
কবিতা ও গান নিয়ে লাইভে উপস্থিত থাকবেন কুষ্টিয়া থেকে কন্ঠ শিল্পী ও আবৃত্তিকার জেবি ঝর্ণা এবং পাবনা থেকে আবৃত্তিকার আজমল হক মিঠু।
অনুষ্ঠানটি আগামী ২২ ডিসেম্বর মঙ্গলবার ভারতীয় সময় রাত ৭:৩০ মিনিট, বাংলাদেশ সময় রাত ৮ টা এবং ইতালি সময় বিকাল ৫ টায় earlystar.com এর ফেসবুক পেইজ Early Star News থেকে সরাসরি দেখতে পাবেন।
আর্লি-স্টার পরিবারের পক্ষ থেকে সবার আমন্ত্রণ রইলো।
আমন্ত্রণে:
মাসুদ পারভেজ
সাহিত্য সম্পাদক
আয়োজনে:
Early Star News