প্রথমবারের মতো বাজারজাত হতে যাচ্ছে করোনাভাইরাস এর এক ডোজের ভ্যাকসিন। আজ ইউরোপ মেডিসিন এজেন্সি জনসনের এক ডোজের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।তারা জানিয়েছে ১৮বছর বয়স থেকে জনসন এবং জনসনের তৈরি ভ্যাকসিন শর্ত সাপেক্ষে বিপণনের অনুমতি ও পরামর্শ দিয়েছে।
আন্তর্জাতিক II আলামিন সিকদার ইরাজ, বার্তা কক্ষ:
এই ভ্যাকসিনটি মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর ৪৪০০০ মানুষের উপর একটি ক্লিনিক্যাল গবেষণা ও বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। এ গবেষণায় ভ্যাকসিন এর কার্যকারিতা ৬৭% পাওয়া গিয়েছে ।
ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া খুব সাধারন হালকা বা পরিমিত ।যা ভ্যাকসিন নেওয়ার কয়েকদিনের মধ্যে সমাধান বা চলে যায়। এখন পর্যন্ত অক্সফোর্ড আল্ট্রাজেনেকা, ফাইজার বিয়নটেক ছাড়াও আরও বেশ কিছু কোম্পানির উদ্ভাবিত ভ্যাকসিন সাধারণত ২ডোজ ব্যবহার করা হয়ে থাকে।
জনসন এবং জনসনের তৈরি করা এই ভ্যাকসিন মাত্র এক ব্যবহার করতে হবে। যা অন্যান্য ভ্যাকসিন এর মতই কার্যকারিতা থাকবে করোনাভাইরাস এর বিরুদ্ধে।