অবশেষে তিনি করোনাভাইরাস এর টিকা নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি বয়স্কদের মধ্যে রেকর্ড করলেন। এর আগে এত বেশি বয়সের কাউকে টিকা নেওয়ার কথা শোনা যায়নি।
ইতালি।। বার্তাকক্ষ:
মিসেস জিউসেপিনা, ১৯১৪ সালের এক এপ্রিল ইতালিতে জন্মগ্রহণ করেন। যার বর্তমান বয়স চলছে ১০৭ বছর।
ইতালির প্যারামিলিটারি (ক্যারাবিনেয়ারী)মেডিকেল টিম ও নার্সিং স্টাফ রা তার বাড়িতে আসেন। তার স্বাস্থ্যের অবস্থা যাচাই বাছাই করেন ।
পরবর্তীতে তার স্বাস্থ্য চেকআপ করার পরে তাকে করোণা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়। পাশাপাশি ওই মহিলার মেয়ে যার বয়স ৮০ বছর তিনিও এ ভ্যাকসিন নিয়েছেন। পরবর্তীতে তিনি প্যারামিলিটারি মেডিকেল টিম ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান।