করোনাভাইরাস
ইতালিতে কোভিড-১৯ এ আজ (১৮ ফেব্রুয়ারি ২০২১) বৃহষ্পতিবার আক্রান্ত হয়েছেন ১৩,৭৬২ জন ও মৃত্যুবরণ করেছেন ৩৪৭ জন। লোম্বার্দিয়া, ক্যাম্পানিয়া এবং এমিলিয়া-রোমানিয়ার রেকর্ড সর্বোচ্চে।
ইতালি II সৈয়দা হাসিনা দিলরুবা, সম্পাদনা ডেস্ক:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৈনিক বুলেটিনে ঘোষিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইতালিতে ২৮৮,৪৫৮ টি করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছিল।
এর মধ্যে আক্রান্তের সংখ্যা ১৩,৭৬২ জন, যা গতকালের তুলনায় বেড়েছে (৪.১% থেকে বেড়ে হয়েছে ৪.৮%)।
আজবধি, করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৩৮৪,৫০১ (-৪,৩৬৩) জন এবং সর্বমোট সুস্থ হয়েছেন ২,২৮৬,০২৪ (+১৭,৭৭১) জন।
অন্যদিকে এ পর্যন্ত সর্বমোট মৃত্যুবরণ করেছেন ৯৯,৮৮৭ জন। নিবিড় যত্নে (গুরুতর অবস্থায়) আছেন ২,০৪৫ জন।
হাসপাতালে ভর্তিরত রয়েছেন (গতকালের তুলনায় +২)। করোনাভাইরাসের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা ছিল ১৭,৯৬৩ জন।
সর্বাধিক সংক্রমণের অঞ্চলগুলিতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে লোম্বার্দিয়া (২,৫৪০), ক্যাম্পানিয়া (১,৫৭৩), এমিলিয়া-রোমানিয়া (১,৫৬৫) এবং ভেনেতো (১,০৪২)।