ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ থেকে আগত সকল ভ্রমণকারীদের জন্য ইতালি পাঁচ দিনের কোয়ারেন্টাইন ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছে বলে মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
ইউরোপ II সম্পাদনা ডেস্ক:
ভ্রমণকারীদের দেশ ছাড়ার আগে একটি করোনাভাইরাস পরীক্ষা এবং তাদের পৃথক পৃথক মেয়াদ শেষ হওয়ার পরে আরও একটি পরীক্ষা নেওয়া প্রয়োজন বলে মনে করে ইতালি।
নন-ইউরোপ (ইউরোপীয় ইউনিয়নের বাহিরে থাকা) দেশগুলির ক্ষেত্রে ইতিমধ্যে ইতালি একই রকম পদক্ষেপ নিয়েছিল।
অপরদিকে, জার্মানও মঙ্গলবার ঘোষণা করেছে যে, তারা আগামী ৪ থেকে ১৪ দিনের জন্য স্থল সীমান্তে নিয়ন্ত্রণ আরও কঠোর করবে।
“আপনি পোল্যান্ড, ফ্রান্স বা ডেনমার্ক কোন দেশ থেকে এসেছেন তা বিবেচ্য নয়, প্রত্যেকেরই পরীক্ষা করার মনোভাব থাকা উচিত,” বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সিহোফার।
ব্রিটিশ ভ্যারিয়েন্টের কারণে কভিড-১৯ এর
অধিক সংক্রমণে ইউরোপে কভিড-১৯ এর তৃতীয় তরঙ্গের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ভ্রমণ নিয়মে এই কঠোরতা এসেছে।