নিজস্ব প্রতিনিধি:
গতকাল সোমবার এবং এর আগের দিন অর্থাৎ রবিবার ইতালির চারটি প্রাদেশিক পরিষদে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চার জন বাংলাদেশি এ নির্বাচনে অংশগ্রহন করেন।
ভেনিস শহর থেকে তিনজন এবং বলনিয়া থেকে একজন বাংলাদেশী এই নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। স্থানীয় সময় শুক্রবার হতে বন্ধ করা হয নির্বাচনী প্রচারণা। রবিবার সকাল ৭টা হতে রাত ১১ টা পর্যন্ত এবং সোমবার সকাল ৭ টা হতে বিকাল ৩ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।
ইতালিয়ান রাজনীতিতে বাংলাদেশীদের অংশগ্রহণে বাঙালী কম্যিউনিটি অত্যন্ত আনন্দিত এবং আশাবাদী।