মোফাজ্জল খান:স্পোর্টস নিউজ
২২৪ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ৩ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়লাভ করেন রাজস্থান রয়্যালস। আই, পি, এলে এটাই ছিলো সর্বোচ্চ রানের টার্গেট। টস জিতে বোলিং এর সিদ্বান্ত নেন রাজস্থান রয়্যালস
মায়নাক আগারওয়াল সেঞ্চুরি ও লোকেশ রাহুলের ৫৪ বলে ৬৯ রানের বিশাল সংগ্রহ কাজেই আসে নি কিংস ইলেভেন পাঞ্জাবের। সাথে নিকলস পুরান এর ৮ বলে ২৫ রানের দুর্দান্ত পারফরমেন্স। ম্যাক্সওয়েল করেন ৯ বলে ১৩ রান। কিংস ইলেভেন পাঞ্জাব সর্বশেষ ২ উইকেট হারিয়ে লক্ষমাত্রা নির্ধারণ করেন ২২৪। রাজস্থান রয়্যালস এর রাজপুত একটি ও টম কুররান ১ টি উইকেট পান।
রাজস্থান রয়্যালস এর হয়ে সর্বোচ্চ রান করেন সঞ্জু স্যামসন, ৪২ বলে ৮৫ রান। স্টিভেন স্মিথ করেন ২৭ বলে ৫০ রান। সর্বশেষ রাহুল টিউটাইয়া, ৩১ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। কিংস ইলেভেন পাঞ্জাব এর (মোহাম্মদ সামি ৩ টি, কটরেল ১টি,নিশাম ১টি ও অশ্বিন ১ টি) করে উইকেট পান।
ফলাফল: রাজস্থান রয়্যালস জয়ী ৪ উইকেটে।
ম্যান অফ দা ম্যাচ: সঞ্জু স্যামসন( রাজস্থান রয়্যালস)