এই একটি দিন উদাস সময়গুলো বড্ড বিরহী মনে হয়,
মনে হয় সময়ের অসম্পূর্ণ দাবিগুলো লোহ হেলমেটধারী কোন প্রেতাত্মার।
এই বুঝি পদধূলিত হবে যাপিত সব চাওয়া
এই একটি দিন আমার ধর্মের কোন বিধি নিষেধের প্রস্তাবনা নেই,
এই একটি দিন কর্মহীন, ধর্মহীন-
রাজ্যের সব পিছুটান, সময়ের সাজসজ্জা তদারকির বাহিরে
তখন কথাগুলো কথার মধ্যে নেই,
কোন নিয়মের তোয়াক্কা না করেই একটি দুপুর; একটি অকল্পিত প্রাণের সঞ্চার হতে থাকে;
যেভাবে বেড়ে উঠে পাহাড়ী কোন জীবন,
পূর্ণ যৌবনা কোন নদীর স্রোত অথবা কোন পথের মতো আলাদা কোন পথ,
পরবাস্তবতা আর বাস্তবতার কোন ফারাক নেই।
বিশালসংখ্যক বিরোধীগোষ্ঠীর চিৎকার আমায় বাধা দেবে এমনটা কেবল আমারি তিয়াস
অথচ তখন আমি আরো স্বাধীন, আরো মুক্তিকামী।
বাসনার বশিভূত হতে থাকা বিরহী দুপুর বেঁচে থাকে এই একটি দিন
অথচ তার পরের সময়টাতে আমি; আমার সকল পিছুটানকে অবজ্ঞা করতে পারি না
আমার ধর্মের দোহাই আমাকে ঘরমুখো করে
আলো-আঁধারি মায়াজাল আমাকে ভাবতে শেখায়
এই একটি দিন ছাড়া আমি একজন মানুষের মতো, আমার মতো!