শনিবারে যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ ৫,৯৮,৩৮৯ জনকে করোনা ভাইরাস এর টিকা প্রয়োগ করে রেকর্ড গড়েছে! একদিনে এত ডোজ একসাথে দেওয়ার রেকর্ড আগে কখনো হয়নি।
ইউরোপ II আলামিন সিকদার ইরাজ, স্টাফ রিপোর্টার:
দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের মহামারী দেখা দেয় ইংল্যান্ডে। করোনা ভাইরাস রূপ পরিবর্তিত হয়ে নতুন রূপে পরিবর্তিত হয়ে ইংল্যান্ডে করোনা ভাইরাসের আক্রমণ নতুন করে ভয়াবহ রূপ ধারণ করে, যা কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে যুক্তরাজ্য।
নতুন করে লকডাউনে যায় দেশটি, যা বর্তমানে কার্যকর আছে এবং আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে।
এর মধ্যেই পুরো যুক্তরাজ্যজুড়ে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে ভ্যাকসিনের ইতিবাচক রেকর্ডের দিনেও রবিবার, আরো ৫৮৭ জন মারা গিয়েছেন।
আরো পড়ুন:
- আন্তজার্তিক ক্রীড়া দিবস উদযাপিত হলো লন্ডনে
- নগদ টাকা ব্যবহারে কঠোর হচ্ছে ইতালি
- কবিতা | আত্মশুদ্ধির পথ খুঁজি | সৈয়দুল ইসলাম
- চট্টগ্রাম কক্সবাজার সড়ক: আর কত রক্তের বিনিময়ে টনক নড়বে প্রশাসনের !
- আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হলো ইস্ট-লন্ডনে
এ পর্যন্ত যুক্তরাজ্যে করোনা ভাইরাসের কারণে মোট মৃত্যু হয়েছে ১০৬,১৫৮ জনের। সর্বমোট ৮,৯৭৭,৩২৯ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন। এদের মধ্যে ৪,৯১,০৫৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
করোনা ভাইরাসের টিকা দিয়ে রেকর্ড গড়ার দিনে যুক্তরাজ্যে স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন , “আমি আনন্দিত, প্রতিটি ডোজ আমাদের একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে, যেটা আমাদের স্বাভাবিক পর্যায়ে নিয়ে যাবে।”