একদিন আমিও ভুলে যাবো-
দীর্ঘদিন অনুশীলনে না থাকা সহজপাঠও
মানুষ যেমন করে ভুলে যায়!
একদিন তুমিও ঝরে পড়ে বিচূর্ন হবে-
মনের দেয়াল থেকে।
ঝুলতে ঝুলতে ঝরে পড়ে ভেঙ্গে যাওয়া
ফ্রেমে বাঁধানো পুরানো ছবির মতো-
একদিন কান্না আমারও থেমে যাবে-
ঘনকালো মেঘে ঢাকা মূষলধারার বৃষ্টিও ঝরতে ঝরতে-
এক সময় যেমন করে থেমে যায়!
একদিন আমারো খুঁজে বেড়ানোর পথ ফুরাবে
বেলা শেষে নীড়ে ফেরা পাখির মতো-
আমিও ফিরবো নিজস্ব ঠিকানায়-
একদিন মূল্যহীন এই আমিও অমূল্য হবো জানি-
পুড়তে পুড়তে যেমন করে সোনা খাঁটিতে রূপান্তর হয়।
একদিন তুমিও কান্না করতে করতে হন্য হয়ে খুঁজে বেড়াবে-
যেমন করে ডুবুরি অতলে মানিক খুঁজে
যেমন করে গুপ্তধন সন্ধান করে নিবিড় সন্ধানী !
সেই একদিন আমিও অট্টহাসিতে লুটাবো-
তোমার করুণ বিবর্ণ চেহারার চাহনি দেখে দেখে,
যেমন করে তুমিও হেসেছিলে-
তুমিহীনা আমার ব্যাকুল অসহায় দিশেহারা ভাব দেখে,
যেন মজলুমের নিপীড়নের কষ্ট দেখে হাসে শোষক
রক্তের হোলি দেখে হাসে নিষ্ঠুর খুনি জল্লাদ।।