এ কোন সকাল?
অসময়ে জেগে ওঠে শিরা উপশিরা,
কাঁচা ঘুম ভেঙে যায়!
এসে গেছে সাগর
আছড়ে পড়ছে ঢেউ,
ঘরের দরজায়!
জাল দিয়ে মাঝি
ধরছে রুপোলি মাছ,
আনন্দ বিতানে।
সারি দিয়ে ঘিরে আছে
রূপসী সোনালী গাছ।
নাম কী, কে জানে!
সূর্য দিচ্ছে চুমু
রক্তিমে একাকার
জীবনের ওঠা পড়া।
শিশুরা ঝিনুক কুড়ায়
মিশে যায় লোনা জল
মেনে নিই ভাঙ্গা গড়া।
তোমাকে খোঁজার তরে
মনে কত আকুলতা,
ডুব দিই সাগরে।
ইতি উতি রঙিন মাছ
কানে কানে বলে যায়,
যাও তুমি গভীরে!
পরীদের মতো করে
ডানা মেলে উড়ে চলো,
ঠিকানাটা জানা নেই
” ভালোবাসি” শুধু বলো।
শবরীর প্রতীক্ষা
অবসান মেলে না,
ঢেউ গুনে দিন কাটে
কেউ কিছু বলে না।
সূর্য ঢলে তো পড়ে
পশ্চিম আকাশে,
আঁধারটা নেমে আসে
মিষ্টি বাতাসে।
দরজা বন্ধ করি
খিল দিই মনেতে,
তুমি এলে ডাক দিও
চলে এসো ঘরেতে।
চমৎকার কবিতা পাঠে একরাশ মুগ্ধতা ছড়ালো 💓
ধন্যবাদ