বরং বুকের ভেতর আগুন জ্বলুক
দুঃখ বলুক আমিও আছি
আমিও আছি বুকের ভেতর
যেমন থাকে শার্টের ভেতর পশমগুলো।
বরং স্পর্শগুলো সাদামাটা
অভাব খুঁজুক
কষ্ট নিয়ে বেঁচে থাকুক
ডাকপিয়নের চিঠির অভাব
প্রেমিকাদের প্রেমের অভাব
অভাব নিয়েই মরে যাব
বুকের কাছে সুখের কাছে
এইতো চাওয়া।
বরং একটুখানি তৃষ্ণা থাকুক
জলের মতোই তৃষ্ণা থাকুক
যেমন থাকে খামখেয়ালি
স্পর্শকাতর স্মৃতির স্বভাব
ফিরে পাওয়ার তুমুল চাওয়া
হাতের ভেতর হাত ছোঁয়ানোর
তৃষ্ণা থাকুক।