মহামারি করোনাতে ঘরে বসে আছি
মনেমনে জাগে ভয় মরি কিবা বাঁচি।
শবের মিছিলে ভরা দেখি সারাদেশ
ভালো নেই কোনোকিছু কাঁদে পরিবেশ!
হাঁচি-কাশি দিতে হলে অতিসাবধান
হিতে-বিপরীত হলে চলে যায় মান।
করোনার মনে কভু থাকে নাতো দয়া
বুঝে না সে নামিদামি কোনো প্রীতি-জয়া।
করোনার রোগী হলে তারাও মানব!
ভালো ব্যবহার করি না হই দানব।
সচেতন হতে হবে ভয়ভীতি নয়!
সাহস রাখলে বুকে তবে হবে জয়।
ওবায়দুল মুন্সী
হাছননগর, সুনামগঞ্জ