বাংলাদেশ II আর্লি-স্টার অনলাইন ডেস্ক:
ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কিনতে রোববার অগ্রীম ছয়শ’ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার এবং সেরাম ইন্সটিটিউট বাংলাদেশ সরকারকে একটি ব্যাংক গ্যারান্টি পত্র দিবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শনিবার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খুরশিদ আলম সাংবাদিকদের বলেন, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশ অনুযায়ী, যুক্তরাজ্য এবং ভারতে অনুমোদনের পর বাংলাদেশে টিকা আনতে আর কোনো বাধা নেই। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে ভ্যাকসিন আনা সম্ভব।
উল্লিখিত ছয় কোটি টাকা সেরাম ইন্সটিটিউট অগ্রিম হিসেবে নিবে। বাকি টাকা নিবে ভ্যাকসিন সরবরাহ শুরু করার পরে। করোনা ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত চুক্তির ধারা অনুযায়ী আগামী জুনের মধ্যে ভ্যাকসিন দিতে না পারলে সেরাম ইন্সটিটিউটকে এই টাকা ফেরত দিতে হবে।
সাংবাদিকদের সঙ্গে আলোচনায় ডা: খুরশীদ আলম বলেন, “প্রতি ডোজ টিকার ক্রয়মূল্য ৪ ডলার। সব খরচ মিলিয়ে দাম পড়বে ৫ ডলার, যা বাংলাদেশি টাকায় হবে প্রায় ৪২৫ টাকা।