নমস্তে ভগবান- তুমি দিয়েছ বাণ
নাশিতে জ্বর দানবে,
জ্বরে জ্বরে যে বিশ্ব, শ্মাশানে ছিল শায়িত
মৃত্যুদেহে দেয় প্রাণ, এ বটিকা সুধা যেন।
হে ভগবান কত আর ভুগিবে বল
করোনা ভাইরাসে মৃত্যুপুরী ধরিত্রী।
অস্থিসার দেহখানি, যায় যায় প্রাণ,
করোনায় দেহখান, মৃত্যুর মুখে ঢলে পড়ি।
জীর্ণ শীর্ণ হয়ে আছে, কন্ঠ গত হয়ে পরাণ,
এ কোন মহামারী, হে ভগবান!
এ জগত চেয়ে আছে তোমার পথে,
এ রোগ বিনাশাতে দাও তুমি মহা ঔষধ।
রাজারহাট, কুড়িগ্রাম, বাংলাদেশ।