আমি কি আজও সেই কিশোরী বেলার মেয়ে
যে তোমায় ভেবে ছটফট করবো?
তোমার অপেক্ষায় পা আছড়ে কাঁদবো
নয়তো হাতের গোলাপ ছুঁড়ে ফেলে উল্টো দিকে হাঁটবো?
দুই কাল চলে গেছে,
এক কালের হাজারো ব্যস্ততায় তোমায় মনে পড়ে হঠাৎ করেই।
চায়ের কাপে ছলকে পড়ে একলা প্রেম
একলা অপেক্ষায় বিস্বাদ ঠেকে
কখন যে কিছু কথা জীবনের স্রোত বেয়ে কোথায় হারায়, কে জানে?
কথা ছিলো একসাথে সাগর ছুঁয়ে দেখার
আজ কংক্রিটের সীমানা ভাঙার সাধ্য নেই।
অজানা উষ্ণতায় হৃদয় পোড়ে জানা ছিলোনা…