সারোয়ার -ই-কায়নাত, কাপাসিয়া প্রতিনিধি-
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাজারে সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে গরুর হাটের ইজারাদারসহ ১৭জনের বিরুদ্ধে মামলা ও অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা।
ইউএনও মোসা. ইসমত আরা জানান, স্বাস্থ্যবিধি তথা সরকারি নির্দেশ না মেনে উপজেলার বারিষাব ইউনিয়নে গিয়াসপুর বাজারে গরুর হাট পরিচালনা করা অভিযোগে গরুর হাটের ইজারাদার মোহাম্মদ সেলিমকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একইদিন কাপাসিয়া বাজারে মাস্ক ব্যবহার না করায় ১৬জন ক্রেতা/বিক্রেতাকে ১৩হাজার দুইশ টাকা জরিমানা করা হয়েছে।