আব্দুল্লাহ আল জাহিদ, কাপাসিয়া প্রতিনিধি:
বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায়ীদের আয়োজনে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ৭ নভেম্বর) সকালে ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা আনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি সিমিন হোসেন রিমি।
অধ্যক্ষ তাজ উদ্দীন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মোঃ আমানত হোসেন খান, মুহম্মদ শহীদুল্লাহ, মিজানুর রহমান প্রধান, আসাদুজ্জামান আসাদ, মো: সোলায়মান সরকার, মোহাম্মদ গোলাম মোর্শেদ মৃধা।