বুকের ভেতর তোলপাড় করা হাজারো দির্ঘশ্বাস উড়িয়ে দিয়ে ঊর্ধ্বপানে চেয়ে বিধাতাকে দেখার ভান করেছি কতবার!
অবিনাশী কষ্টগুলোর অভিযোগের ভাষা খুঁজে পাইনা,
শুধু বুঝতে শিখেছি এই ত্রিভুবনে কেউ কারো নয়।
এই কেউ কারো নয় জগতটাতে সবাই সবার, কেউ কারো নয় মাত্র অভিমানী ভাষা।
মনের বিরুদ্ধে জোর কাটিয়ে বলি হ্যাঁ আমি তোমাকে ভুলে গেছি , আসলে তোমাকে একটুও ভুলা হয়নি।
এখনো হাজারো হোয়াটস এ্যাপ ক্ষু্দে বার্তা , কিউট ভয়েস নোট বারবার রিভিউ হয়, কারণ আমি তোমাকে ভুলতে পারিনা।
ভুলতে পারিনা কিছুতেই ।
অভিমানে ক্ষত হৃদয়টা কিন্তু ঠিকই তোমার কথা ভাবে,
আজ অব্দি তোমার প্রথম আলিঙ্গন থেকে শেষ কলহ পর্যন্ত স্মৃতির দুয়ারে কড়া নাড়ে প্রতিনিয়ত ।