আর্লি-স্টার ডেস্ক:
কুয়েতে ৬০ উর্ধ্ব কর্মীদের আকামা নবায়ন না করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২১ সালের পহেলা জানুয়ারি থেকে এটি কার্যকর হবে।এর ফলে ৬০ বছর পূর্ণ হলে প্রবাসীদের কুয়েত ত্যাগ করে নিজ দেশে ফিরতে হবে।
দেশটির আল আনবা নামে স্থানীয় একটি দৈনিক জনশক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। সংবাদে আরও জানানো হয়, কুয়েতে কর্মরত বিদেশি নাগরিকদের অবস্থানের সময়সীমা ৬০ বছর চূড়ান্তকরণ সিদ্ধান্তটি নতুন বছরে কার্যকর হবে এবং তাদের নতুন আকামা নবায়ন করা হবে না।
এ ব্যাপারে শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় জানিয়েছে, কোন কর্মীর ৬০ বছর পূর্ণ হলে কাজের চুক্তিটি বাতিল বলে গণ্য হবে এবং কুয়েত ত্যাগের জন্য ওইসব কর্মীদেরকে এক থেকে তিন মাস পর্যন্ত সময় দেয়া হবে।