আদনান মামুন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরে জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর পৌর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর আঞ্চলিক শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে সভাপতি লিটন ফকির এর স্থলে কামরুল হাসানকে এবং সাধারণ সম্পাদক মাসুম আহমেদ এর স্থলে সুরুজ উদ্দিন সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
জাতীয় শ্রমিকলীগ শ্রীপুর আঞ্চলিক শাখার সভাপতি মো: জুবায়ের বলেন, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ কমিটিকে স্বীকৃতি দেয়া হয়েছে। উক্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ও ওয়ার্ড কমিটি গঠন করে শ্রমিকলীগের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার জন্য বলা হয়েছে।