গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দেড় হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া সেলিম ও কাওসার।
বাংলাদেশ II মোহাম্মদ আদনান মামুন, বার্তা সম্পাদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক হাজার ৫০১ বোতল ফেনসিডিলসহ সেলিম ও কাওসার মিয়া নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার গোয়াল বাথান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান চালিয়ে গতকাল বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রাসেল শেখ সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল বুধবার রাতে গোয়াল বাথান এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি কাভার্ডভ্যানের ভেতরে আলাদাভাবে ঝালাই করা একটি গোপন টিনের বক্স থেকে দেড় হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় কাভার্ডভ্যানের চালকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। রাসেল শেখ আরো জানান, উদ্ধার হওয়া মাদকগুলো লালমনিরহাটের আদিতমারী থেকে বিক্রির উদ্দেশে নারায়ণগঞ্জ নেওয়া হচ্ছিল।
গ্রেপ্তার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত আরো কয়েকজনের নাম উল্লেখ করেছেন। মাদকের উৎস তদন্ত করে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।