চঞ্চল নদীটির কথা আজও মনে পড়ে
ভুলতে পারছি সেদিনের কথা
যখন তুমি নদীর তীরে দাড়িয়ে ছিলে
এক মায়াবী শাড়ি পড়ে-
সেই শাড়ি পড়া দৃশ্যটি
বারবার আমার চোখের সামনে ভেসে উঠে,
তোমার কি মনে পড়ে আমার কথা?
জানি না তুমি কোথায়, কেমন আছো
জানতে বড় ইচ্ছে করছে-
হয়তো আমার জানার ইচ্ছে টা
তোমার কাছে পৌঁছতে দেরী হবে
তবুও আমার ভালোবাসার কথা
নীল খামে পাঠিয়ে দিলাম
তোমার মনের ঠিকানায়।
তুমি আমার খামটি পেয়েছো কিনা
আজও জানা হলো না
অজানার মাঝেই রয়ে সব কিছু
না বলা কথাগুলো লিখে ছিলাম
উত্তরের মাধ্যমে শুনবো বলে,
তা আর হয়ে উঠেনি-
অধরা রয়ে গেলো চাওয়া পাওয়া।
তবুও আমি তোমাকে খুঁজে বেড়াই
হৃদয় নদীর শেষ সীমানায়
শূন্য বুকের মধ্যখানে-
মনের ভেতরের নরম বিছানায়
কিন্তু কোথাও নেই তুমি,
তুমি কি শুকনো পাতার মতো
ঝরে গেছো মাটির বুকে।