আর্লি-স্টার ডেস্ক:
বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব, বাংলা ভাষায় ৯ শতাধিক ছবিতে অ’ভিনয় করে বিশ্বরেকর্ড গড়া মিশা সওদাগর বছরের পর কাজ করতে করতে এবার ক্লান্ত হয়ে পড়েছেন। ক্লান্ত হবেনই না কেন, এক ভাষায় এতো মুভি করার সুযোগ পৃথিবীর অন্য কোনো অ’ভিনেতার হয়নি।
মিশা অনেক বছর ধরেই অ’ভিনয় ছেড়ে দেওয়ার কথা বলে আসছিলেন। এবার সত্যি সত্যি সিদ্ধান্ত নিলেন। হাতের ছবিগুলো শেষ হলেই আগামী বছর অ’ভিনয় জীবনের ইতি টানবেন তিনি এবং স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করবেন।
এ বিষয়ে মিশা বলেন, ‘একটানা কাজ করে হাঁপিয়ে উঠেছি। বলতে গেলে জীবনের পুরো সময়টা চলচ্চিত্রেই দিলাম। ভালোবাসাও পেয়েছি মানুষের। এবার একটু অবসর দরকার। জীবনের বাকি সময়টুকু আ’ল্লাহর ই’বাদত করে কা’টাতে চাই। আমা’র ভক্তদের কাছে দোয়া চাই।’
সূত্র: সময় নিউজ