চলে গেলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক, সাহিত্যিক মনজুরে মওলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন । রাজধানী ঢাকা ইউনাইটেড হাসপাতালে আজ রবিবার বেলা ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
চলতি মাসের প্রথম দিকে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন এবং চলতি সপ্তাহে নমুনা পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে।
১৯৮৩ সালে বাংলা একাডেমির মহাপরিচালক ছাড়াও তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বও পালন করেন।
বাংলা একাডেমিতে তিনি ৩ বছর দায়িত্বে ছিলেন। তাঁর মেয়াদেই ‘একুশ আমাদের পরিচয়’ প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমিতে তাঁর অসামান্য কীর্তি ‘ভাষা শহীদ গ্রন্থমালার’১০১টি বই রয়েছে।