ছুটিতে গিয়ে ভিসার মেয়াদ শেষ হওয়া সৌদি আরব প্রবাসীরা তিনবছর পর সে দেশে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে সৌদি আরবের পাসপোর্ট জেনারেল অধিদপ্তর (জাওয়াজাত)।
মধ্যপ্রাচ্য II আর্লি-স্টার অনলাইন ডেস্ক:
ছুটি কাটাতে গিয়ে যাদের ভিসার মেয়াদ শেষ হবে, তারা ৩ বছর সে দেশে প্রবেশ করার সুযোগ পাবেন না। ভিসার মেয়াদ শেষ হওয়ার ৩ বছর পর সৌদি আরবে পূনরায় প্রবেশ করতে পারবেন!
তবে, যারা পূর্ববর্তী নিয়োগকর্তার কাছ থেকে নতুন কাজের ভিসা নিয়ে ফিরে আসবেন তাদের বেলায় এই নিয়ম প্রযোজ্য হবে না । তারা সে দেশে নতুন ভিসা নিয়ে পূনরায় ফিরে যেতে পারবেন।
আজ (৩১ জানুয়ারি) রোববার সৌদি আরবের পাসপোর্ট জেনারেল অধিদপ্তর (জাওয়াজাত) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করেছে ।
আরো পড়ুন:
- আন্তজার্তিক ক্রীড়া দিবস উদযাপিত হলো লন্ডনে
- নগদ টাকা ব্যবহারে কঠোর হচ্ছে ইতালি
- কবিতা | আত্মশুদ্ধির পথ খুঁজি | সৈয়দুল ইসলাম
- চট্টগ্রাম কক্সবাজার সড়ক: আর কত রক্তের বিনিময়ে টনক নড়বে প্রশাসনের !
- আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হলো ইস্ট-লন্ডনে
পুনরায় প্রবেশের ভিসাসহ ছুটি নিয়ে সৌদি আরব ছেড়ে যাওয়া প্রবাসী, যারা পরবর্তীতে ভিসার মেয়াদ থাকতে সে দেশে ফিরতে পারেন নি, সে সব প্রবাসীদের প্রশ্নের জবাবে জাওয়াজাত আজ এই ঘোষণা দেয়।
জাওয়াজাত জানিয়েছে, যেসব প্রবাসীরা এক্সিট রিএন্ট্রি ভিসায় সৌদি আরব ছেড়ে গিয়েছিলেন এবং ভিসার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ফিরতে পারেন নি? পরবর্তী তিন বছরের জন্য তাদের সৌদি আরব প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকবে ।