মোহাম্মদ আল-আমিন, বার্তাকক্ষ:
জাপানের ফুকুশিমা উপকূলে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারিভাবে ভূমিকম্প বা সুনামির কোন ধরনের আভাস দেওয়া হয়নি।
শনিবার স্থানীয় সময় ২৩:০৮ মিনিটে ৭.৩ মাত্রার ভূমিকম্পটি ফুকুশিমার উপকূলে আঘাত হানে। এবং এই শক্তিশালী ভূমিকম্প রাজধানীর টোকিওতে অনুভূত হয়। এই ভূমিকম্পে এখন পর্যন্ত শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।ভূমিকম্পটি জাপানের পূর্ব উপকূল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩৭ মাইল গভীরতা এর উৎপত্তি ছিল।
ভূমিকম্পের কারণে মানুষের ঘরবাড়ি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।সে এলাকার সকল ট্রেন যানবাহন সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।এছাড়া ভূমিকম্পে নিউক্লিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেই লক্ষ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে সেখান থেকে এখন পর্যন্ত কোন ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সব কিছু এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।