প্রজাতির পেছনে দৌড়ে গেলো একটা জনম,
তোমাকে দেখে শিখলাম বাগান করা খুবই জরুরী ছিলো;
আমিতো জানি তুমি ফুল এবং প্রজাপতি দুটোই খুব ভালোবাসো।
আহা! জীবনের সমান্তরালে থেকেও হলোনা জীবন আবাদ!
অঙ্কুরেই প্রেম হয়ে গেলো বরবাদ !
যে জীবন প্রচণ্ড-প্রচুর; সেই প্রভাতে আজও মেলেনি চোখ,
যে সুখে ভাংচুর করবো দুঃখ, তার পিছু ছুটে বেঁধেছে সুখের অসুখ!
কত যে হাজার রাত ভোর হয়ে গেলো, তবুও রূপের কীর্তন রয়ে গেলো আধুরী,
সময়-সীমানার ভাগে পর হলো মোর হৃদয়-মাধুরী!
গল্পের তালে অল্পের জন্যে হেরেছি বাজির চালে,
জয়ীর নিশানা অবশেষে আমারই জীবনপালে!
ভাগ্য কখনো ছিনিয়ে আনে অবাক বিজয়!
যখন নেপথ্যে থাকে বিজয়ীর ইচ্ছে পরাজয়!
চলার পথে কেউ কাছে আসে,দূরে চলে যায় কেউ কেউ
পথিক মন ঠিক বুঝে যায়;প্রেম এক অধরা ঢেউ !!
ছবি: আকিল উদ্দিন