গত জুন মাসের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ১৭ লাখ ২০ হাজার কেজি আম পরিবহন করেছে বাংলাদেশ রেলওয়ের স্পেশাল ট্রেন, যা থেকে প্রতিষ্ঠানটির আয় হয়েছে 20 লাখ 48 হাজার 888 টাকা।
বাংলাদেশ II আর্লি-স্টার অনলাইন ডেস্ক:
গত ২৭ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রেনটির উদ্বোধন করেন। এরপর গত ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত আম পরিবহন করে 1 লাখ ৬১ হাজার ৪৬২ টাকা আয় করেছে প্রতিষ্ঠানটি।
প্রতি কেজি আম মাত্র ১ টাকা ৩০ পয়সা মূল্যে চাঁইনবাবগঞ্জ থেকে ঢাকায় নেওয়া হয় ম্যাংগো স্পেশাল ট্রেন এর সাহায্যে, যা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হয় ১৫ থেকে ২০ টাকা।
আম উৎপাদনকারী শীর্ষ দশটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এরই সাথে বাংলাদেশের মানুষের পুষ্টির অন্যতম উৎস হিসেবে কাজ করছে আম। দেশের ছয়টি জেলায় অন্যতম প্রধান বাণিজ্যিক কৃষিপণ্য হিসাবেও রয়েছে আমের অবস্থান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে ২০১৯-২০২০ অর্থবছরে দেশে আম উৎপাদিত ১২ লাখ ২২ হাজার টন। দেশে ২ লাখ ৩৫ হাজার জমিতে আম বাগান রয়েছে। প্রতিটি গাছে গড়ে ৭৭ কেজি করে আম উৎপাদিত হয়।