মোফাজ্জল খান, স্পোর্টস ডেস্ক:
কলকাতা নাইট রাইডার্স ৩টি ম্যাচ খেলে দুটি জয়, ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ২য় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।
টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন রাজস্থান। ওপেনিং জুটি সুবমান গিল ও সুনীল নিরেন এর পারফরমেন্স ভালোই ছিল । দলীয় ৩৬ রানে সুনীল বোল্ট হয়ে ১৪ বলে ১৫ করে সাজঘরে ফিরেন। নিটেশ রানা ও সুবমান গিল পার্টনারশিপ হয় ৪৬ রানের। দলীয় ৪২ রানের মাথায় ১৭ বলে ২২ করে ফিরে যান নিটেশ রানা।
দলীয় ৮৯ রানের মাথায় জুফরা আর্চার এর বলে ক্যাচ হয়ে আউট হন সুবমান গিল। গিল ৫টি চার ও একটি ছয়ের মাধ্যমে ৩৪ বলে করেন ৪৭ রান। আন্দ্রে রাসেল ৩টি ছয় ও ১৪ বলে ২৪ রান করে ক্যাচ আউট হন, কার্তিক ৩ বলে এক এবং পেট কুম্মিন্স ১০ বলে ১২ ।ফিনিশিংটা ভালোই হয় মরগান এর, ২৩ বলে করেন ৩৪ রান। টোটাল ৬ উইকেট শেষে সংগ্রহ কে কে আর এর দাঁড়ায় ১৭৩; টার্গেট১৭৪।
রাজস্থানের (আর্চার ২টি, রাজপুত ১ টি, উনাদকাট ১ টি, টম ১টি, রাহুল ১টি) করে উইকেট পান।
১৭৪ টার্গেট বেট করতে নেমে শুরুতেই হুছট খায় রাজস্থান। দলের টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যর্থ হয়।একমাত্র জস বাটলার টপ অর্ডারে কিছু রান করেন, ১৬ বলে ২১ রান।
লোয়ার অর্ডারে ভালই পারফরম্যান্স করেন টম করেন।৩৬ বলে ৫৪ রান , ৩টি ছয় ও ২টি চার।
টোটাল রাজস্থানের ৯ উইকেট শেষে সংগ্রহ ১৩৭।
ফলাফল: কলকাতা নাইট রাইডার্স ৩৭ রানে জয়ী।
কলকাতা নাইট রাইডার্স এর (নারিন ১টি, কুম্মিনস ১টি, মাবি২টি, কামলিশ ২টি, বরুণ ২ টি ও কুলদীপ ১টি ) করে উইকেট পান
ম্যান অফ দা ম্যাচ: সিবাম মাবি।