চলেই যাবে? বেশ তো তবে; যাও।
যাবে কেন? কোথায় তুমি আড়াল হতে চাও?
তবুও তো প্রশ্ন থাকে- ‘ফেলে গেলে কিছু?’
তবুও কেন কষ্টগুলো নিচ্ছে তোমার পিছু?
কতটুকু আড়াল করে ঢাকবে আমার চোখ,
কোন পাথরে চাপা দিবে তোমার ব্যথার বুক?
তোমারও কি কষ্ট হয়নি? গলা ধরেনি খুব,
স্মৃতি বিস্মৃতির অতল জলে দাওনি তুমি ডুব?
যাবেই যদি – তবে কেন পিছন ফিরে চাও
আমার চোখের জলে তুমি কারে দেখতে পাও?
প্রশ্নগুলোর দণ্ডাদেশ পেয়ে খামে বন্দী করা
উজান স্রোতে বইছে নদী- তবুও নদী মরা!
রফিকুল নাজিম
কবি, গল্পকার ও সম্পাদক
পলাশ,নরসিংদী।