ছোট্টছোট্ট কাঁকড়া
শিল্পিত গুটি করেছে বালু
গুটি গুলো সেজেছে প্রসূন
উন্মত্ত ঢেউ আছড়ে পড়ছে
তুমি ভিজে একাকার
তোমার অলক উড়ে যায় সমীরণে
আমার হাতটি ধরে ঝাঁপিয়ে পড়লে
খলখলিয়ে হাসলে ক্ষাণিক
তুলে নিলে একটি চাঁদোয়া জীব
কোরাল পাথরের সমাহার
তুমি উদ্বাহু
যেন উড়ে যাচ্ছে বালিহাঁস
সজীব কচি ডাবে চুমুক দিলে
সামনে পোনামাছ লাফিয়ে উঠল
তুমিও বুঝি আনন্দে লাফ দিলে
দারুচিনি দ্বীপে বসে
দেখলে সমুদ্র বিলাস
কল্প, অল্প, গল্প সাজালে কত
এসো না প্রেয়সী
আবারো যাই সেথা
করি জলকেলি
মীম মিজান
জলঢাকা, নীলফামারী