মধ্যপ্রাচ্য Ii সুকান্ত দেব, নিজস্ব প্রতিনিধি, বাহরাইন:
বাহরাইন সরকার ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ সকল প্রবাসীদের জন্য আর বাড়ানো হয়নি ৩১ডিসেম্বর শেষ হয়েছে।
গত ২ এপ্রিল থেকে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত সকল অবৈধ অভিবাসীদের জেল জরিমানা ছাড়া দেশে যাওয়া এবং বৈধ হওয়ার সুযোগ দেয় বাহরাইন সরকার। এরমধ্যে ভ্রমণ এবং ট্রানজিট ভিসায় যারা ঘরে প্রবেশ করেছিলেন তাদেরকেও জেল-জরিমানা ছাড়া বাহরাইন ত্যাগ, এবং ভিসা লাগিয়ে বৈধ হওয়ার সুযোগ দেয়।
প্রায় পাঁচ বছর পর প্রবাসীদেরকে এ সুযোগ দিয়েছিল বাহরাইন সরকার। এর পূর্বে ২০১৫ সালের জুন মাসের দিকে এ সুযোগ দিয়েছিল বাহরাইন সরকার সকল প্রবাসীদেরকে।
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত শ্রম সচিব (লেবার কাউন্সিলর) শেখ মাোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, আগে বাহরাইনে যে পরিমাণে অবৈধ প্রবাসী বাংলাদেশীরা ছিলেন, এবার তাঁর বেশিরভাগ বাংলাদেশি বৈধ হয়ে গেছেন। এখন তা সহনীয় পর্যায়ে রয়েছে, আগের মত বিপুল সংখ্যক অবৈধ নেই।
২০২০ সালে করোনাকালীন সময়ে এটা হলো আমাদের শ্রেষ্ঠ অর্জন। শ্রম কাউন্সিলর এবং দুতালয়ের প্রধান মোঃ রবিউল ইসলাম জানান, আটকে পড়া সকল প্রবাসীদের কে নিয়ে বাহরাইন সরকারের সাথে বাংলাদেশ দূতাবাসের সর্বোচ্চ পর্যায়ের বৈঠক অব্যাহত আছে এবং তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বাহরাইন সরকার কোন বিধি-নিষেধ দেয় নাই।
বাংলাদেশ দূতাবাস এবং বাহরাইন ইমিগ্রেশনের তথ্য অনুসারে বাহরাইনে ২ লক্ষ ২০ হাজার মতো বাংলাদেশী প্রবাসী রয়েছেন। এর মধ্যে ৬৫ হাজারের মতো অভিবাসী অবৈধ ছিলেন, করোনাকালীন সময়ে বাহরাইন সরকারের দেয়া সুযোগ কাজে লাগিয়ে সেই সংখ্যা ২৫ হাজারে নেমে এসেছে। এ ব্যাপারে আমরা আশাবাদী। আমাদের লক্ষ্য পূরণের চেষ্টা অব্যাহত থাকবে।
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ মোঃ নজরুল ইসলাম বলেন। আটকে পড়া বাংলাদেশী সকল প্রবাসীদের ফিরিয়ে আনতে আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং বাহরাইন সরকারের সাথে আমাদের আলাপ-আলোচনা বৈঠক অব্যাহত আছে। আশা রাখি আমরা সফল হব।
বাহরাইনের সকল মুয়াজ্জিনদের নতুন ভিসা নবায়ন, বাহরাইন এবং বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, ক্রীড়া এবং দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ণে গুরুত্বসহকারে প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রদূত, বাহরাইন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় কন্সুলার অ্যাফেয়ার্স বিভাগ আন্ডার সেক্রেটারি শেখ রানা বিনতে ইসা আল-খলিফার সাথে দ্বিপাক্ষীক বৈঠকে মিলিত হন।