তোমাকে ভুলে যেতে অর্ধেক বয়স পার করেছি,
হেঁটে ফেলেছি পৃথিবীর অর্ধেকটা পথ।
গতকালের তুমি, আজকের তুমি, আগামীর তুমি,
যেন এক পৃথিবীর প্রগাঢ় প্রাচীর
পার হওয়ার সাধ্য আমার নেই,
মহা এক জলরাশি যা অতিক্রম করা যাবে না;
মহাকাশের মত অনন্ত দুর্ভেদ্য।
শুধু তুমি ভুলে যেও
নীরব কোন কান্নার স্বাক্ষী হয়ে ছিলাম।
Exceptional