হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় লাইসেন্স না থাকায়, বি এস টি আই সনদ, স্বাস্থ্যবিধি অনুসরণ না করায়, ভুয়া বি এস টি আই এর লগো ব্যবহার, কোন লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা কারাদণ্ড করা হয়েছে।
বাংলাদেশ II ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ:
বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও অর্থদণ্ড প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, সহযোগিতা করেন বি এস টি আই এর পরিদর্শক মোহাম্মদ পারভেজ এবং নবীগঞ্জ থানার একদল পুলিশ।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, লাইসেন্স না থাকায়, বি এস টি আই সনদ, ল্যাব, ক্যামিস্ট, স্বাস্থ্যবিধি অনুসরণ না করার কারণে মৃত সাজিদ উল্লাহ পুত্র মো. মুজিবর রহমান (৬৫) কে বি এস টি আই ২০১৮ এর ১৫ ধারার অপরাধের দায়ে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বিসমিল্লাহ বেকারিতে অস্বাস্থ্য পরিবেশে খাদ্য উৎপাদন, ভুয়া বি এস টি আই এর লগো ব্যবহার, কোন প্রকার লাইসেন্স ব্যতীত এটি পরিচালিত হয়ে আসছিল।
এই অপরাধের কারণে বেকারি এর প্রো.জাহেদ হাসান শুভ (১৯) কে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।