স্বাধীনতা দিবসে সারাদেশে মুসল্লি ও মাদ্রাসা ছাত্রদের ওপর হামলা এবং পুলিশের গুলিতে ৫ জনের মৃত্যুর ঘটনায় হবিগঞ্জের নবীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বাংলাদেশ II ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি:
শনিবার (২৭ মার্চ) বিকালে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ঢাকা ও চট্রগ্রামে হেফাজতের মিছিলে পুলিশের গুলি ও ৫ জন নিহতের ঘটনার প্রতিবাদে এবং রোববার (২৮ মার্চ) দেশ ব্যাপী হরতালের সর্মথনে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিকাল ৫ টায় নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে হেফাজতের কর্মীরা মাথায় কাপনের কাপড় বেধেঁ শহরের প্রধান প্রধান সড়ক বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিন শেষে শহরের থানা পয়েন্টে পথসভায় মিলিত হয়। নবীগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের আমীর মাওঃ কাজী হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাওঃ শাহ আলমের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন মুফতি ফয়সল তালুকদার, মাওঃ রফি উদ্দিন জালালী।

বিক্ষোভ চলাকালে সারা শহরে পুলিশের কড়া নজরদারী ছিল। পথসভায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর নেতাকর্মীরা রোববারের হরতালকে সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান।