নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরের বড়াইগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জ আনোয়ারুল হকের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে নবাগত ওসির আমন্ত্রণে তারা এ মতবিনিময় সভায় যোগ দেন। এ সময় তিনিসহ ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম ও উপ-পরিদর্শক শামসুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাব সভাপতি অমর ডি কস্তা বিভিন্ন বিষয়ে কথা বলেন।
সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজী, প্রচার সম্পাদক মতিউর রহমান সুমন, প্রকাশনা সম্পাদক মন্তাজুর রহমান রানা এবং কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী, সহ-সভাপতি আব্দুল আলিম, যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন লাইফ ও কার্য্যনির্বাহী সদস্য সুলতানুল আরেফিন কাজল অংশ নেন। এ সময় নবাগত অফিসার ইনচার্জ আনোয়ারুল হক মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতনমুক্ত বড়াইগ্রাম উপজেলা গড়ার লক্ষ্যে সাংবাদিকদের সার্বিক সহায়তা কামনা করেন।