চিরকুটের শুরু সে প্রণয়ে-ভালবাসার হাজার উপমায়-সাজানো তোমার নাম যে হাতে,
যে হাতের স্পর্শে প্রথম তোমার কেঁপে উঠা,প্রথম তোমার জোছনা পোহানো, প্রথম বৃষ্টি ভেজা,
প্রথম পাওয়া খোঁপার ফুল,
কিম্বা দূরের পথে হারিয়ে যাওয়া।
আগামীর স্বপ্ন বুননে –
সহস্র শিরোনামহীন কবিতা যে হাত লিখেছে তোমার চরণে,
সে হাতেই চোখ মুছে শেষবার বলেছিলাম,তোমার যখন শখের বশেই ভুলে যাওয়ার স্বভাব,
তখন আজন্মকাল তোমাকেই মনে রাখবো কেবল ঘৃণা করবো বলে।
তোমাকে ঘৃণা করতে গিয়ে এতোই মগ্ন ছিলাম যে,তোমার যুগ পেরুনো শিকড় কাটা মরা পঁচা বৃক্ষ তুলে ফেলার সময় মেলেনি।
আজ আমার দীর্ঘশ্বাসের বৃষ্টি ভিজে সেই মরা পঁচা বৃক্ষ ডালে এক ডানাভাঙা কাক এসে বসেছে।
ভাঙা গলায় প্রার্থনার সুরে বলছে,
তুমি ঘৃণাতে নও মায়াতে ডুবে আছো,
আমি চাই তোমাকে হোক ভুলতে পারার মন
অথচ জল ভরা চোখে তাকিয়ে দেখি, কাকের চোখেও বসন্ত স্বপন।
হৃদ রবী
কবি ও সংগঠক
২০২১-০৪-১৬