৬ আগস্ট (শুক্রবার) জনপ্রিয় নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরীকে রাজধানীর পান্থপথ এলাকা থেকে আটক করা হয়েছে।
বিনোদন || আর্লি-স্টার বার্তা কক্ষ:
গোয়েন্দা পুলিশ শুক্রবার সন্ধ্যার দিকে তাকে আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, চয়নিকা চৌধুরী কে নায়িকা পরীমনি নিজের বম বলে সম্বোধন করতেন। পরিমনির পাশে সব সময় ছায়ার মতো ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
গত মাসে সাভারের উত্তরা বোট ক্লাব এর আলোচিত ঘটনার সময়ও চয়নিকা চৌধুরী পরিমনির পাশে ছিলেন কিন্তু এবার যখন তাঁকে আটক করা হয়, তখন চয়নিকা চৌধুরীকে পাশে দেখা যায়নি।