আর্লি-স্টার ডেস্ক:
সকল অপেক্ষার অবসান ঘটিয়ে পালেরমোর মেয়র লেওলুকা অরলান্দো স্কুলগুলো খোলা থাকবে বলে ঘোষণা দিয়েছেন। গতকাল ভিল্লা নিশ্বেমীর কন্ফারেন্স শেষে এই ঘোষণা দেন তিনি।
অরলান্দো বলেন, পর্যবেক্ষণ করে দেখা গেছে পালোরমোর স্কুলগুলোতে করোনা সংক্রমণের হার খুবই কম। তাই স্কুল বন্ধ করার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষকবৃন্দ খুব সচেতনতার সাথে তাদের দায়িত্ব পালন করছেন, এখন থেকে করোনা সংক্রমণ এড়াতে আরও বেশি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্কুলগুলোকে।