পিসিআর টেস্ট (করোনার নমুনা পরীক্ষা) রিপোর্ট ছাড়া প্রবাসীদের দেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুহিবুল হক। দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সচিব আরও বলেন, যেকোন দেশ থেকে প্রবাসীদের দেশে গমন করতে হলে পিসিআর টেস্ট রিপোর্ট সাথে নিয়ে যেতে হবে, অন্যথায় দেশে যেতে দেওয়া হবে না। বিমানবন্দর থেকে দেশে গমণকারীদের ফেরত পাঠানো হবে।
এদিকে প্রবাসীদের জন্য করোনার নমুনা পরীক্ষা করাতে আরো ২২ টি হাসপাতালের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়।
সূত্র: যমুনা টিভি