ভোরে যখন ভেজা ঘাসে হাটছি একা একা,
ফিঙ্গে পাখির সাথে হঠাৎ হয়ে গেলো দেখা।
আমায় দেখে ফিঙ্গে পাখি মুচকি হেসে বলে,
যাচ্ছো কোথায় বন্ধু আমার একা একা চলে?
কোথাও বসে দুজন মিলে গল্প করি চলো,
ফিঙের সাথে সুখের -দুখের গল্প অনেক হলো।
দোয়েল তখন বসে ছিলো আমড়া গাছের ডালে,
ঝুম বাতাসে শিশির কনা পড়ছে টিনের চালে।
শিশির তালে দোয়েল পাখি শিষ দিয়ে গায় গান,
গান শুনেতো যায় জুড়িয়ে আমার মন ও প্রাণ।
বায়ের দিকে চোখ ফেরাতেই গোলাপ বাগান আহ্!
গোলাপ পাতার ফাকে ফাকে,
প্রজাপতি লুকিয়ে থাকে,
তা দেখেতো কাঠবিড়ালি হাত তালি দেয় বাহ্!
একটুখানিক এগিয়ে আবার পুকুরপাড়ে চাই,
পুকুরপাড়ে বকের সারি
খেজুর গাছে রসের হাড়ি,
এত্ত এতো রুপের ভিড়ে যাই হারিয়ে যাই।