সুইজারল্যান্ডের জাতীয় সংসদ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি হিসেবে দুই দিনের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সুলতানা খান।
দেশে ও প্রবাসে নারী II আলামিন সিকদার ইরাজ, বার্তা কক্ষ:
সুলতানা খান সুইজারল্যান্ডে সংসদের নারী বিষয়ক বিশেষ অধিবেশন এর জন্য নারী ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছেন। নারী বিষয়ক অধিবেশনের মোট আসন সংখ্যা ২৪৬ টি। সর্বমোট চৌদ্দশ’ নারী প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সুইজারল্যান্ডের জুরিখ থেকে সর্বমোট নির্বাচিত হয়েছেন ৩৫ জন। এদের মধ্য থেকে সুলতানা খান তৃতীয় স্থান অধিকার করেছেন।
তিনি আগামী অক্টোবর মাসে দুই দিনের জন্য নারী বিষয়ক অধিবেশনের সংসদ সদস্য হিসেবে সুইজারল্যান্ড পার্লামেন্টে বাকি ২৪৬ জন এর সাথে অংশগ্রহণ করবেন। বছরে বেশ কয়েকবার এ অধিবেশন বসে। এতে নারী বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও তিনি সেখানে বাংলায় স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ও পরিচালনা পর্ষদের দায়িত্বে রয়েছেন। তিনি স্বামী ও দুই পুত্র সন্তানসহ দীর্ঘদিন যাবৎ সুইজারল্যান্ডের জুরিখে বসবাস করছেন। তার দেশের বাড়ি রাজবাড়ী জেলায়।