আমি চাইলেই সমুদ্র গিলতে পারি
পারি নক্ষত্র গুলো তুলতে,
রাতের গায়ে আঁচড় কেটে
পারি ভোরের সূর্য আনতে।
আমি চাইলেই অগ্নিস্নানে ডুবতে পারি
পারি মৃত্যুকে গিলে খেতে
তীব্র যন্ত্রণার বীজগুলো
পারি শ্বাসনালীতে পুষতে।
তুমি চাইলেই সবি তুচ্ছ ভাবতে পারো
ঢেলে দিতে পারো শোক,
আমি চাই আমার হোক
তোমায় না ভুলার কোন রোগ।