মো: ফয়জুল হোসেন (ফয়সাল),বাহরাইন প্রতিনিধি: ফাইজার বায়োএনটেক কোভিড -১৯ ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাহরাইন।
ফাইজার বায়োএনটেক ভ্যাকসিন অনুমোদনের জন্য ব্রিটেনের পরে দ্বিতীয় দেশ হয়ে উঠেছে বাহরাইন। নভেম্বর মাসে সিনোফর্মের ভ্যাকসিনটি ফ্রন্টলাইন কর্মীদের দ্বারা ব্যবহারের জন্যও অনুমোদন করেছিল।
বাহরাইনের জাতীয়ভাবে কোভিড-১৯ মোকাবিলায় ফাইজার-বায়োএনটেকের করোনার ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন আরো একটি গুরুত্বপূর্ণ ধাপ যোগ করবে বলে জানিয়েছেন বাহরাইনের জাতীয় স্বাস্থ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষের প্রধান নির্বাহী ডঃ মরিয়ম আল জালাহমা ।